মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ওরিয়েন্টেশন ও সাংস্কৃতিক উৎসব। এতে নতুন-পুরনো শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় ঐক্য, সৌহার্দ্য আর পারস্পরিক ভালোবাসার এক অনন্য সেতুবন্ধন। একই সঙ্গে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয় বাংলাদেশের সংস্কৃতির সৌন্দর্য ও ঐতিহ্য।
প্রবাসী শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়ার উদ্যোগে ছয় ঘণ্টা ধরে উৎসবে শিক্ষার্থীরা উপস্থাপন করেন নাচ, সংগীত, আবৃত্তি ও সাংস্কৃতিক নানা পরিবেশনা। বরণ করা হয় নতুন শিক্ষার্থীদের। পাশাপাশি অংশগ্রহণকারীরা উপভোগ করবেন দেশিয় খাবার ও ঐতিহ্যবাহী সাজসজ্জা।
বাংলাদেশি শিক্ষার্থীরা জানান, এ ধরেনের অনুষ্ঠান আয়োজন তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরিতে ভূমিকা রাখবে। বিদেশের মাটিতে এ ধরনের অনুষ্ঠানের অনেক গুরুত্ব রয়েছে বলে জানান তারা।
আরও পড়ুন:
প্রত্যাশা করা হচ্ছে, এমন আয়োজন শিক্ষার্থীদের বিকাশের পাশাপাশি স্বজনহীনতাও দূর করবে। প্রবাসে বাংলাদেশেকে উপস্থাপনের পাশাপাশি প্রবাসী ও শিক্ষার্থীদের মাঝে যোগাযোগ বেড়েছে, যা প্রবাসী কমিউনিটিকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, তাদের এ ধরনের আয়োজনের লক্ষ্য হলো মালয়েশিয়াকে যতগুলো বাংলাদেশি শিক্ষার্থী আছে তাদের নিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করা। মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়া বাংলাদেশিরা এ অনুষ্ঠানে যোগ দেয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সফল হয়েছে বলে জানান তারা।
আয়োজকরা জানিয়েছেন বাংলাদেশের ঐতিহ্যকে লালন করে প্রবাসী সকল শিক্ষার্থীদের এক ছাতার নিচে এনে অপরের সঙ্গে যুক্ত করা তাদের অন্যতম লক্ষ্য।
ভবিষ্যতেও প্রবাস থেকে দেশিয় সংস্কৃতির আলো ছড়ানোর এমন অনন্য উদ্যোগে পাশে থাকার কথা জানিয়েছেন বাংলাদেশি শিক্ষকরাও।