মালয়েশিয়ায় অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অনিবন্ধিত অভিবাসী

অভিযানে আটক অভিবাসীদের একাংশ
প্রবাস
0

টেবিলের নিচে লুকানো, স্টোররুমে ঢুকে পড়া কিংবা ছাদে উঠে পালানোর চেষ্টা। সব রকম কৌশলকেই ব্যর্থ করেছে মালয়েশিয়ার রাজধানীতে পরিচালিত অভিবাসন বিভাগের হঠাৎ অভিযান।

গতকাল (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) রাতে কুয়ালালামপুরের প্রবাসী অধ্যুষিত ও বিনোদনকেন্দ্র বুকিত বিনতাং এলাকায় দুই ঘণ্টার অভিযানে ৭৭০ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করা হয়। অপস বেলাঞ্জা নামের এ অভিযানে দুই ঘণ্টার মধ্যে পুরো এলাকা কার্যত লকডাউন জোনে পরিণত হয়। পর্যটক আর নীয়ন আলোতে সরব এ সড়কগুলো বন্ধ করে দিয়ে চলে তল্লাশি।

অভিবাসন কর্মকর্তারা জালান নাগাসারি এবং জালান সেলায়নের প্রবেশ ও প্রস্থান পথ পুরোপুরি সিলগালা করে দেন। ফলে পালানোর চেষ্টা করেও আটক এড়াতে পারেননি কেউ।

অভিযানটি সন্ধ্যা সাড়ে ৭ টায় শুরু হয় এবং এতে পুত্রজায়া অভিবাসন বিভাগের ১০৬ জন কর্মকর্তা অংশ নেন। অভিবাসন এনফোর্সমেন্ট ডিরেক্টর বসরি ওসমান জানান, অভিযানে মোট ২ হাজার ৪৪৫ জনকে যাচাই করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬০০ জন বিদেশি এবং ৮৪৫ জন স্থানীয়। এ সময় আটক করা হয়েছে ২ জন নারীসহ ৩৯৬ বাংলাদেশিকে।

অভিবাসন এনফোর্সমেন্ট ডিরেক্টর জানান, তাদের বিরুদ্ধে ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া, বৈধ পরিচয়পত্র না থাকা এবং অনুমোদিত পারমিট ছাড়া কাজ করার অভিযোগ রয়েছে। অভিযানের সময় কর্মকর্তারা একটি গোপন জুয়ার আসরও খুঁজে পান। সেখানে সিসিটিভি ক্যামেরাসহ অনলাইন জুয়ার ব্যবস্থা করা হয়েছিল এবং কয়েকজন বিদেশিকে হাতেনাতে আটক করা হয়।

তিনি বলেন, ‘আটককৃতদের প্রাথমিকভাবে পুত্রজায়ায় নিয়ে যাওয়া হবে। এরপর তাদের ডিটেনশন ডিপোতে পাঠানো হবে। অভিযান চলাকালে কোনো ভুয়া ট্রাভেল ডকুমেন্ট পাওয়া যায়নি। তবে আটক ব্যক্তিদের পটভূমি ও কর্মসংস্থানের বিস্তারিত বিষয়ে তদন্ত চলছে।’

এএইচ