অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান কাতার প্রশাসনের

প্রবাস
0

কাতারে আকামা ছাড়া অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে দেশটির প্রশাসন। রাজধানী দোহাসহ বিভিন্ন সিটি শহরে প্রতিদিনই চলছে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান। এরইমধ্যে গ্রেপ্তার হয়ে দেশে ফিরেছেন বহু বাংলাদেশি। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে কাতারের বাংলাদেশ দূতাবাস। এতে কাতারে বসবাসরত প্রত্যেক বাংলাদেশিকে বৈধ আইডি কার্ড ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেয়া হয়।

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে অবৈধ অভিবাসনবিরোধী অভিযান। এতে প্রতিদিনই গ্রেপ্তার হচ্ছেন শত শত অবৈধ অভিবাসী।

আকামা বা কাজের অনুমতিপত্র না থাকায় কাতারেও প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে দাঁড়িয়েছে দেশটির সরকার। প্রতিদিনই রাজধানী দোহাসহ বিভিন্ন সিটি শহরে চালানো হচ্ছে অভিযান। আকামার মেয়াদ না থাকায় গ্রেপ্তার হয়েছেন অনেক বাংলাদেশিও। এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়ে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাতারের বাংলাদেশ দূতাবাস।

আরও পড়ুন:

যেখানে বলা হয়, বাংলাদেশি কমিউনিটির কতিপয় অভিবাসীর কাছে কাতারে অবস্থানের বৈধ কাগজপত্র না থাকায়, স্থানীয় নিরাপত্তা বাহিনী তাদের আটক করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এমন অবস্থায় কাতার প্রবাসী বাংলাদেশিদের বৈধ কাগজপত্র অর্থাৎ কাতার আইডি, কাজের প্রমাণপত্র, কোম্পানির হালনাগাদ তথ্য সংরক্ষণ করে সবসময় সঙ্গে রাখার অনুরোধ জানানো হয় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে।

বৈধ কাগজপত্র রাখার পাশাপাশি বাংলাদেশিদের কাতারের আইন কানুন মেনে নিরাপদে চলাচলের আহ্বান প্রবাসীদের।

এক কাতার প্রবাসী বাংলাদেশি বলেন, ‘প্রবাসী ভাইদের জন্য অনুরোধ বাহিরে যাওয়ার সময় অবশ্যই আইডি কার্ড নিয়ে যাবেন। কাতারের আইন-কানুনকে শ্রদ্ধা করবেন। যেখানে কাজ করছেন সেখানকার অ্যাগ্রিমেন্ট পেপারগুলো চেক করে নিবেন।’

দূতাবাসের তথ্য অনুযায়ী, বিভিন্ন পেশায় চার লাখের বেশি বাংলাদেশি কাতারে কর্মরত আছেন। তবে এদের মধ্যে ঠিক কত সংখ্যক প্রবাসী বাংলাদেশি অবৈধ, তার সঠিক তথ্য নেই দূতাবাসের কাছে।

এফএস