বিশ্বের বিভিন্ন দেশে বিজয় দিবস উদযাপন

ইতালিতে বিজয় দিবস উদযাপন
প্রবাস
0

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দেশের বাইরে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় বিভিন্ন দেশে।

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে, জাতীয় পতাকা উত্তোলনের আনুষ্ঠানিকতা শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় মহান মুক্তিযুদ্ধ এবং ২৪-এর জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মহান মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি পরিবেশিত হয় দেশাত্মবোধক গান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে অংশ নিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।

এদিকে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে কাঠমাণ্ডুস্থ বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করা হয়। সকাল ১০টায় দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদগণ এবং জুলাই–আগস্ট ২০২৪-এর গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিজয় দিবসের এই উদযাপনের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে কাঠমাণ্ডুর স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা ও নেপালি সুরের সাথে নৃত্য ও গান পরিবেশন করেন। নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মো. শফিকুর রহমান অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন, লন্ডনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন হাইকমিশনার আবিদা ইসলাম। এ সময় দূতাবাস প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দিবসটির তাৎপর্য স্মরণ করেন। এতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেশপ্রেম ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে।

এছাড়া যথাযোগ্য মর্যাদায় কাতার বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। স্থানীয় সময় ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় দোহা আল হিলাল বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে বিজয়ের ৫৪ বছর উপলক্ষে বিজয়ের আনন্দে নতুন বাংলাদেশ মোরা ঝঞ্ঝার মত উদ্দামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান এর সভাপতিত্বে শুরুতে এক মিনিট নীরবতা পালন ও বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। বিজয় দিবসের অনুষ্ঠানে, কাতারের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ উপস্থিত ছিলেন আরও অনেকে।

এদিকে ইতালির রাজধানীর রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। অনুষ্ঠানের শুরুতেই ১৯৭১ সালের সকল শহীদ এবং ২০২৪ সালের ছাত্র-জনতা আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক তার বক্তব্যে মহান বিজয় দিবসে তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ সাধারণ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। আয়োজনে ছিল মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এএইচ