ম্যানচেস্টার–সিলেট রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্রিটেনের রাজনীতিতে ঝড় বইছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে গ্রেটার ম্যানচেস্টার ও নর্থ ওয়েস্টের আটজন ব্রিটিশ এমপি একজোট হয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক আল্টিমেটাম দিয়েছেন। ব্রিটিশ রাজনীতিতে এমন হস্তক্ষেপ বিরল ঘটনা।
যুক্তরাজ্যর সংসদ সদস্য আপসানা বেগম বলেন, ‘সিদ্ধান্তটি প্রবাসীদের জন্য উদ্বিগ্নতার কারণ। আমরা চাই ফ্লাইটের সময় না কমিয়ে আরও বাড়ানো হোক। সিদ্ধান্ত পরিবর্তনে কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি।’
আরও পড়ুন:
লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ বলেন, ‘ম্যানচেস্টার ফ্লাইটটি কন্টিনিউ করবে। এর জন্য কিছুদিন পর পর ফ্লাইট বন্ধ হচ্ছে এ সংবাদ আমরা শুনতে চাই না। এটি কন্টিনিউ হবে যেভাবেই হোক সরকার সেটি ম্যানেজ করবে।’
দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে ২০১৯ সালের অক্টোবর থেকে ম্যানচেস্টার-সিলেট রুটে বিমানের ফ্লাইট চালু হয়। বাংলাদেশ থেকে ম্যানচেস্টারে সরাসরি ফ্লাইট পরিচালনা করে একমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ গন্তব্যে আগে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালিত হতো। তবে পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত এ রুটে বিমানের সরাসরি ফ্লাইট বন্ধের ঘোষণা ম্যানচেস্টার ও আশপাশের প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশিদের দুশ্চিন্তায় ফেলেছে।
প্রবাসী বাংলাদেশিরা জানান, প্রবাসীদের কথা চিন্তা করে এ ফ্লাইটটি চালু রাখা উচিত। এ সমস্যা সমাধানে দ্রুত কার্যকরী পদক্ষেপের প্রত্যাশা করেন তারা।
পহেলা ফেব্রুয়ারির সময়সীমা যতই ঘনিয়ে আসছে, ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির উদ্বেগ তত বাড়ছে। সবার দৃষ্টি এখন বাংলাদেশ বিমানের সিদ্ধান্তের দিকে। বিমান বাংলাদেশ কি বিশ্বস্ত যাত্রীদের গুরুত্ব দেবে, নাকি অভ্যন্তরীণ চাপের মুখে ঐতিহাসিক এই রুটটি স্থায়ীভাবে হারিয়ে যাবে!





