আরবি ভাষার এআই মডেল চালু করেছে ইউএই

এআই মডেল
তথ্য-প্রযুক্তি
0

বিশ্বে চলমান এআই প্রতিযোগিতায় পিছিয়ে থাকতে চায় না কোনো দেশই। পাশাপাশি এ প্রতিযোগিতায় যারাই আছে সবাই চেষ্টা করছে তাদের নিজস্ব ভাষায় এআই মডেল নিয়ে আসার।

সে ধারাবাহিকতায় এবার আরবি ভাষার এআই মডেল চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। তাদের নতুন এই এআই মডেলের নাম ফ্যালকন অ্যারাবিক।

তেল রপ্তানিকারক দেশ, সংযুক্ত আরব আমিরাত, বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তায় পিছিয়ে না পড়ার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে এমনকি প্রযুক্তির অ্যাকসেস নিশ্চিতের জন্য যুক্তরাষ্ট্রের সাথে তার শক্তিশালী সম্পর্ককে কাজে লাগাতে চাইছে।

এমনকি গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএই ভ্রমণে অ্যাডভান্সড এআই সেমিকন্ডাক্টর নিয়ে একটি চুক্তিও স্বাক্ষর করেছেন।

আবুধাবির অ্যাডভান্সড টেকনোলজি রিসার্চ কাউন্সিল (এটিআরসি) ফ্যালকন আরবি নামের এ মডেলটি তৈরি করেছে। পাশাপাশি তারা ফ্যালকন এইচ ওয়ান নামেও একটি এআই মডেল চালু করেছে। নির্মাতারা দাবি করছেন এই মডেলটি মেটা এবং আলিবাবার মডেলকেও হার মানাতে পারে।

এএইচ