নতুন স্বয়ংক্রিয় ড্রাইভিং সিস্টেম আনলো বিএমডব্লিউ-কোয়ালকম

কোয়ালকম
তথ্য-প্রযুক্তি
0

প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য নতুন স্বয়ংক্রিয় ড্রাইভিং সিস্টেম উন্মোচন করেছে মার্কিন চিপ কোম্পানি কোয়ালকম ও জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ। রয়টার্স প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, হ্যান্ডস ফ্রি ড্রাইভিং অ্যাসিস্ট্যান্সের মতো ফিচারের মাধ্যমে এ সিস্টেম গ্রাহকদের আকৃষ্ট করতে সক্ষম হবে।

যৌথ বিবৃতিতে কোম্পানি দুটি জানায়, স্ন্যাপড্রাগন রাইড পাইলট ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেমটি বিএমডব্লিউর আইএক্সথ্রি ইলেকট্রিক গাড়িতে প্রথম বাজারে আসবে। এতে হ্যান্ডস ফ্রি হাইওয়ে ড্রাইভিং, স্বয়ংক্রিয়ভাবে লেন পরিবর্তন এবং পার্কিং অ্যাসিস্ট্যান্স ফিচার রয়েছে।

কোয়ালকম জানায়, বর্তমানে ৬০টির বেশি দেশে প্রযুক্তিটি ব্যবহারের উদ্যোগ নেয়া হয়েছে। ২০২৬ সাল নাগাদ ১০০ দেশে এটি ছড়িয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে। তবে গাড়ির দিকনির্দেশনা প্রদানের দায়ভার চালকের ওপরই থাকবে। সেই সঙ্গে এ প্রযুক্তি পুরোপুরি স্বয়ংক্রিয় না বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন:

স্মার্টফোনের চিপ সরবরাহকারী হিসেবে কোয়ালকম পরিচিত হলেও বেশ কিছু সময় ধরে অটোমোবাইল ইলেকট্রনিকস খাত নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ইনফোটেইনমেন্ট থেকে শুরু করে অ্যাডভান্সড ড্রাইভার-অ্যাসিস্ট্যান্স সিস্টেম রয়েছে।

কোয়ালকম জানায়, বর্তমানে রাইড পাইলট সিস্টেমটি গ্লোবাল অটোমেকার ও টিয়ার-ওয়ান সরবরাহকারীদের কাছে পৌঁছে দেয়া হয়েছে। তারা পুরো সিস্টেম বা গুরুত্বপূর্ণ উপাদানগুলো সরাসরি গাড়ি নির্মাতাদের কাছে পৌঁছে দিয়ে থাকে।

এএইচ