‘অনর এক্স৮সি’ ফোনটি এসজিএস সার্টিফাইড এবং ‘দ্য ওয়ার্ল্ডস ফেভারিট কালার’ হিসেবে স্বীকৃত মার্স গ্রিন কালার থেকে অনুপ্রাণিত হয়ে এই ফোন ডিজাইন করা হয়েছে। ডিভাইসটিতে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট ও এফএইচডি প্লাস রেজ্যুলেশনের ছয় দশমিক সাত ইঞ্চি ডিসপ্লে। দীর্ঘক্ষণ ব্যবহারে স্বাচ্ছন্দ্য নিশ্চিতে স্মার্টফোনটিতে রয়েছে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারি এবং ৩৫ ওয়াট সুপার চার্জ ব্যবস্থা।
‘অনর এক্স৯সি’, ‘দ্য আনব্রেকেবল ফোন’ হিসেবে পরিচিত এ স্মার্টফোনটির গিনেস ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। ফোনটিতে ব্যবহৃত নতুন প্রজন্মের অ্যান্টি-ড্রপ ডিসপ্লের কারণে দুই মিটার উচ্চতা থেকে পড়লেও ফোনটি ক্ষতিগ্রস্ত হবে না। এতে ব্যবহৃত আল্ট্রা-টেম্পারড গ্লাস ও রেজিস্ট্যান্স শিল্ড স্মার্টফোনটিকে এর আগের মডেল থেকে ১৬৬ শতাংশ বেশি টেকসই করেছে।
ডিএক্সওমার্ক ব্যাটারি র্যাঙ্কিংয়ে ফোনটি প্রথম স্থান অর্জন করেছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে সুবিশাল ছয় হাজার ৬০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার সিলিকন-কার্বন ব্যাটারি। এর ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তির ফলে মাত্র ৪২ মিনিটে ফোনটি শূন্য থেকে থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হবে। মাত্র ৫ মিনিটের চার্জে সাত ঘণ্টার অতিরিক্ত ব্যাটারি লাইফ পাওয়া যাবে।