বাজারে এলো অনরের নতুন দুই স্মার্টফোন

অনার এক্স৮সি (বামে), অনার এক্স৯সি (ডানে)
গ্যাজেট
তথ্য-প্রযুক্তি
0

দেশের বাজারে নতুন দুইটি স্মার্টফোন নিয়ে এলো অনর। প্রথমটি হলো উদ্ভাবনী ডিজাইন ও ৫১২ জিবির বিশাল স্টোরেজের ‘অনর এক্স৮সি’ এবং দ্বিতীয়টি হলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী স্মার্টফোন – অনর এক্স৯সি।

‘অনর এক্স৮সি’ ফোনটি এসজিএস সার্টিফাইড এবং ‘দ্য ওয়ার্ল্ডস ফেভারিট কালার’ হিসেবে স্বীকৃত মার্স গ্রিন কালার থেকে অনুপ্রাণিত হয়ে এই ফোন ডিজাইন করা হয়েছে। ডিভাইসটিতে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট ও এফএইচডি প্লাস রেজ্যুলেশনের ছয় দশমিক সাত ইঞ্চি ডিসপ্লে। দীর্ঘক্ষণ ব্যবহারে স্বাচ্ছন্দ্য নিশ্চিতে স্মার্টফোনটিতে রয়েছে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারি এবং ৩৫ ওয়াট সুপার চার্জ ব্যবস্থা।

‘অনর এক্স৯সি’, ‘দ্য আনব্রেকেবল ফোন’ হিসেবে পরিচিত এ স্মার্টফোনটির গিনেস ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। ফোনটিতে ব্যবহৃত নতুন প্রজন্মের অ্যান্টি-ড্রপ ডিসপ্লের কারণে দুই মিটার উচ্চতা থেকে পড়লেও ফোনটি ক্ষতিগ্রস্ত হবে না। এতে ব্যবহৃত আল্ট্রা-টেম্পারড গ্লাস ও রেজিস্ট্যান্স শিল্ড স্মার্টফোনটিকে এর আগের মডেল থেকে ১৬৬ শতাংশ বেশি টেকসই করেছে।

ডিএক্সওমার্ক ব্যাটারি র‍্যাঙ্কিংয়ে ফোনটি প্রথম স্থান অর্জন করেছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে সুবিশাল ছয় হাজার ৬০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার সিলিকন-কার্বন ব্যাটারি। এর ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তির ফলে মাত্র ৪২ মিনিটে ফোনটি শূন্য থেকে থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হবে। মাত্র ৫ মিনিটের চার্জে সাত ঘণ্টার অতিরিক্ত ব্যাটারি লাইফ পাওয়া যাবে।

এসএস