চীনা স্মার্টফোন ব্র্যান্ড ‘অনর’ একের পর এক চমক দেখিয়েই যাচ্ছে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে তারা দেশের বাজারে নিয়ে এসেছে ওয়ার্ল্ডস থিনেস্ট ফোল্ডেবল স্মার্টফোন ‘অনর ম্যাজিক ভি-ফাইভ’ ও প্যাড-টেন ট্যাব। সাসপেন্ডেড ফোল্ডেবল স্মার্টফোন হিসেবে ১০৪ কেজি ওজন ধরে রাখতে পেরে এরই মধ্যে দ্যা হেভিয়েস্ট ওয়েট লিফ্টেড বাই আ সাসপেন্ডেড ফোল্ডেবল স্মার্টফোন হিসেবে ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে’ নাম লিখিছে ‘অনর ম্যাজিক ভি-ফাইভ’
আনুষ্ঠানিক উন্মোচনের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘অনর’ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার, বিজনেস হেড ও ডেপুটি কান্ট্রি ম্যানেজার।
‘অনর ম্যাজিক ভি-ফাইভ’ এর থিকনেস ফোল্ড করা অবস্থায় আট দশমিক আট মিলিমিটার ও আনফোল্ড করা অবস্থায় ৪ দশমিক ১ মিলিমিটার আর ওজন মাত্র ২১৭ গ্রাম।
আরও পড়ুন:
ফোনটিতে রয়েছে ১২০ হার্জ এলটিপিও ওলেড (ওএলইডি) প্যানেলের ৭ দশমিক ৯৫ ইঞ্চি ইনার ডিসপ্লে ও ৬ দশমিক ৪৩ ইঞ্চি আউটার স্ক্রিন। বার বার ফোল্ড– আনফোল্ড করায় স্ক্রীনে যাতে কোনো ভাঁজ না পড়ে তার জন্য এতে ব্যবহার করা হয়েছে অ্যাডভান্সড হিঞ্জ মেকানিজম।
এছাড়াও ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন এইট এলিট প্রসেসর, ১৬ গিগাবাইট র্যাম, ৫১২ গিগাবাইট স্টোরেজ, ওয়ার্ল্ডস’ ফার্স্ট ম্যাস প্রডিউসড সিলিকন-কার্বন ৫ হাজার ৮২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
ক্যামেরা সেগমন্টে অনর এআই ফ্যালকন ক্যামেরা সিস্টেমসহ ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো, ৫০ মেগাপিক্সেল ওয়াইড ও ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। আরও রয়েছে আইপি ফিফটি এইট ও ফিফটি নাইন রেটিং।
‘ম্যাজিক ভি ফাইভ’ ছাড়াও অনর নিয়ে এসেছে ৬ দশমিক ২৯ মিলিমিটার থিকনেস ও ৫২৫ গ্রাম ওজনের প্যাড-টেন ট্যাব। এতে রয়েছে স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি চিপসেট, ৮ জিবি র্যাম, ২৫৬ গিগাবাইট স্টোরেজ, থার্টি ফাইভ ওয়াট সুপারচার্জিং সিস্টেমসহ ১০ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।