চাকুরিচ্যুত ওপেন এআই প্রধান

প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম আল্টম্যান
প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

দায়িত্ব পালনে আস্থা তৈরি করতে না পারায় বরখাস্ত হলেন কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা সংস্থা ওপেন এআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম আল্টম্যান।

চ্যাট জিপিটি ও জিপিটি-ফোরের মতো বিশ্বখ্যাত চ্যাটবটগুলোর উদ্ভাবক ওপেন এআই। বরখাস্ত হওয়ায় ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ থেকেও পদ ছাড়তে হবে স্যাম আল্টম্যানকে। ওপেন এআইয়ের অফিসিয়াল ব্লগের পোস্টে জানিয়েছে, দায়িত্বে অবহেলার কারণে নেতৃত্বে আল্টম্যানের ওপর ভরসা করতে পারছে না প্রতিষ্ঠানটি।

শিগগিরই নতুন কাউকে নিয়োগ দেয়া হবে ওপেন এআইয়ের প্রধান হিসেবে। এদিকে, স্যাম অল্টম্যানকে চাকরিচ্যুত করার পরই পদত্যাগের ঘোষণা দিয়েছেন সংস্থাটির প্রেসিডেন্ট ও সহ-প্রতিষ্ঠাতা গ্রেগ ব্রোকম্যান।

সেজু