৩৪ হাজার ডলারে বিক্রি হলো টুইটারের লোগো!

প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

আনুষ্ঠানিকভাবে টুইটার হয়তো আর নেই। তবে স্যান ফ্রান্সিসকোর সদরদপ্তরে থাকা ১২ ফুট লম্বা পাখি আকৃতির লোগোটি এখনো প্লাটফর্মটির কথা স্মরণ করিয়ে দেয়। সম্প্রতি এক নিলামে ৩৪ হাজার ৩৭৫ ডলারে বিক্রি হয়েছে টুইটারের লোগোটি। এনগ্যাজেট প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠান আরআর হাউজের প্রত্যাশিত ৪০ হাজার ডলারের তুলনায় কিছুটা কম। তবে প্রযুক্তিবিদদের মতে সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিহাসে মূল্যবান একটি অধ্যায়। প্রযুক্তিবিদদের মতে, স্যান ফ্রান্সিসকোর সদরদপ্তরে যে বড় লোগো এতদিন ছিল তা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ইতিহাসে অন্যতম।

ইলোন মাস্কের হাতে মালিকানা যাওয়ার পর এক্স নামে প্রকাশ্যে আসে প্লাটফর্মটি। সে সময়ই মূলত আইকনিক লোগোটির অধ্যায় শেষ হয়। নিলামের পাশাপাশি স্যান ফ্রান্সিসকোর স্টোরেজ ফ্যাসিলিটি থেকে লোগোটি নিয়ে যাওয়ার ব্যয়ও ক্রেতাকে বহন করতে হবে বলে জানা গেছে। সেটির পরিমাণও নেহাত কম নয়।

১২ফিট বাই ৮ফিট আকৃতির লোগোটির ওজন ৫৬০ পাউন্ড। ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় সদরদপ্তর থেকে লোগোটি নামাতে ক্রেন ব্যবহার করা হয়েছে। লোগোটির ক্রেতার নাম পরিচয় না জানায় এর ভবিষ্যৎ অবস্থান কোথায় হবে সেটিও নিশ্চিত নয়।

এএইচ