এখন থেকে ব্যবহারকারীরা অ্যাপে থাকা কলস ট্যাব থেকে গ্রুপ কল শিডিউল করতে পারবেন। কল ট্যাবে প্লাস আইকনটি লম্বা সময় চেপে ধরে রাখলে শিডিউল কল অপশন আসবে। এখানে কলিগ ও বন্ধুদেরও আমন্ত্রণ জানানো যাবে।
যে কেউ চাইলে একই কল ট্যাবে শিডিউল করা মিটিং লিপিবদ্ধ করে রাখতে পারবে। সেখানে কারা অংশ নেবে তাদের তালিকা ও কল লিংকও পাওয়া যাবে। এসব লিংক ব্যবহার করে ক্যালেন্ডার অ্যাপে মিটিংয়ের তথ্য যুক্ত করা যাবে। মিটিং শুরুর আগে সব সদস্যরা অ্যালার্ট পাবে।
জুম ও গুগল মিটের কাছাকাছি একটি ফিচার যুক্ত করতে কাজ করছে হোয়াটসঅ্যাপ। এছাড়াও গ্রুপ চ্যাটে কথা বলার জন্য হাত তোলার মত বিষয়ও যুক্ত হতে যাচ্ছে। এছাড়াও ইমোজি রিঅ্যাকশন দেয়ার সুবিধাও থাকবে।