গ্রুপ কল শিডিউলের সুবিধা দিচ্ছে হোয়াটসঅ্যাপ

গ্রুপ কল শিডিউলসহ হোয়াটসঅ্যাপে আসছে বিভিন্ন ফিচার
প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

ওয়ার্কপ্লেসের সুবিধার্তে নতুন ফিচার আনছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। এর অংশ হিসেবে চলতি সপ্তাহে গ্রুপ কলিং ফিচার চালু করা হয়েছে। আর এ ফিচারের অন্যতম একটি সুবিধা হলো আগে থেকে এটিকে শিডিউলে অন্তর্ভুক্ত করা। সম্প্রতি এনগ্যাজেট প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এখন থেকে ব্যবহারকারীরা অ্যাপে থাকা কলস ট্যাব থেকে গ্রুপ কল শিডিউল করতে পারবেন। কল ট্যাবে প্লাস আইকনটি লম্বা সময় চেপে ধরে রাখলে শিডিউল কল অপশন আসবে। এখানে কলিগ ও বন্ধুদেরও আমন্ত্রণ জানানো যাবে।

যে কেউ চাইলে একই কল ট্যাবে শিডিউল করা মিটিং লিপিবদ্ধ করে রাখতে পারবে। সেখানে কারা অংশ নেবে তাদের তালিকা ও কল লিংকও পাওয়া যাবে। এসব লিংক ব্যবহার করে ক্যালেন্ডার অ্যাপে মিটিংয়ের তথ্য যুক্ত করা যাবে। মিটিং শুরুর আগে সব সদস্যরা অ্যালার্ট পাবে।

জুম ও গুগল মিটের কাছাকাছি একটি ফিচার যুক্ত করতে কাজ করছে হোয়াটসঅ্যাপ। এছাড়াও গ্রুপ চ্যাটে কথা বলার জন্য হাত তোলার মত বিষয়ও যুক্ত হতে যাচ্ছে। এছাড়াও ইমোজি রিঅ্যাকশন দেয়ার সুবিধাও থাকবে।

এএইচ