বাংলাদেশে চালু হচ্ছে স্মার্টফোনভিত্তিক আর্থিক লেনদেন গুগল পে

স্মার্টফোনভিত্তিক আর্থিক লেনদেন গুগল পে
দেশে এখন , প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

এখন পর্যন্ত দেশের ব্যাংকিং অবকাঠামোর সাথে গুগল ওয়ালেটের সমন্বয় না থাকায় বাংলাদেশে চালু করা সম্ভব হয়নি গুগল পে সেবা। তবে অবশেষে বাংলাদেশে আসছে গুগল পে। এই উদ্যোগ দেশের আর্থিক লেনদেনের খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এর ফলে আলাদা করে ডেবিট বা ক্রেডিট কার্ড বহন করার প্রয়োজনীয়তা অনেকাংশে কমে যাবে।

বহুদিনের প্রত্যাশা পূরণ করে এবার আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে গুগল পে। স্মার্টফোনভিত্তিক আর্থিক লেনদেনে নতুন এক দিগন্তের সূচনা হতে যাচ্ছে বাংলাদেশে। বিশ্বজুড়ে জনপ্রিয় এই ডিজিটাল পেমেন্ট সেবা আগামী এক মাসের মধ্যেই দেশের বাজারে কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

এর মধ্য দিয়ে হাতে থাকা স্মার্টফোনই হয়ে উঠবে গ্রাহকদের 'ডিজিটাল ওয়ালেট'। ফলে আর আলাদা করে প্লাস্টিক কার্ড বহন করার দরকার পড়বে না। আকাশপথে যাতায়াত থেকে শুরু করে কেনাকাটা কিংবা সিনেমা, সবকিছুতেই মোবাইল ফোনেই হবে লেনদেন।

ডিজিটাল ওয়ালেট সেবাগুলো সাধারণত স্পর্শকাতর আর্থিক তথ্য ও লেনদেন পরিচালনা করে। তবে জানা গেছে, গুগল ওয়ালেট ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ করবে না। তাই অ্যাপ চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের সরাসরি অনুমোদনের প্রয়োজন নেই। ব্যবহারকারীরা শুধু নিজেদের ব্যাংক কার্ড অ্যাপে যুক্ত করে সব লেনদেন তাদের নিজ নিজ ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করবেন। তবে, ডিজিটাল ওয়ালেটের সঙ্গে সংযোগ স্থাপন করতে হলে ব্যাংকগুলোকে সেবা চালুর আগে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে।

প্রাথমিক পর্যায়ে সিটি ব্যাংকের গ্রাহকরা ভিসা ও মাস্টারকার্ড দিয়ে বাংলাদেশি মুদ্রায় গুগল ওয়ালেটের সঙ্গে যুক্ত করতে পারবেন এবং যেকোনো এনএফসি বা নিয়ার ফিল্ড কমিউনিকেশন-সাপোর্টেড টার্মিনালে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তবে ধাপে ধাপে দেশের অন্যান্য ব্যাংকও এই সেবায় যুক্ত হবে।

সর্বপ্রথম প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে ২০১৫ সালের সেপ্টেম্বরে চালু হয়েছিল গুগল পে। যদিও প্রথমে এর নাম ছিল অ্যান্ড্রয়েড পে। দক্ষিণ এশিয়ায় ডিজিটাল কন্টাক্টলেস পেমেন্টের ক্ষেত্রে এগিয়ে আছে ভারত। দেশটিতে প্রায় ৮০০ কোটি গ্রাহক এই সেবা ব্যবহার করে। সম্প্রতি ১২ মার্চ থেকে পাকিস্তানেও চালু হয়েছে গুগল পে। এশিয়ার দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং মালয়েশিয়ায় ব্যবহার হচ্ছে গুগল পে।

সেজু