জার্মানিতে প্রথম ইন্ডাস্ট্রিয়াল এআই ক্লাউড তৈরি করবে এনভিডিয়া

কম্পিউটার চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া
প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

প্যারিসে ভিভাটেক সম্মেলনে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং বলেন, এনভিডিয়া জার্মানিতে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনের জন্য তার প্রথম এআই ক্লাউড প্ল্যাটফর্ম তৈরি করবে। নতুন এই প্রযুক্তিতে রোবোটিক্সের সাথে এআইকে একত্রিত করা হবে। বুধবার (১১ জুন) ভিভাটেক সম্মেলনে এনভিডিয়ার সিইও এ কথা জানান।

প্রযুক্তিটি বিএমডব্লিউ ও মার্সিডিজ বেঞ্জের মতো গাড়ি নির্মাতাদের পণ্যের কাল্পনিক নকশা করা থেকে শুরু করে সরবরাহ ব্যবস্থাপনা পর্যন্ত প্রক্রিয়াগুলিতে সহায়তা করবে। এই সম্মেলনে এনভিডিয়ার ইউরোপভিত্তিক আরো কিছু পরিকল্পনার কথাও তুলে ধরেন জেনসেং হুয়াং।

যার মধ্যে রয়েছে ইউরোপের সাতটি দেশে প্রযুক্তি কেন্দ্র সম্প্রসারণ, ইউরোপীয়ান কোম্পানির জন্য এনভিডিয়ার কম্পিউট মার্কেটপ্লেস উন্মোচন, বিভিন্ন ভাষার এআই মডেল তৈরিকারকদের উন্নতি সাধন, নভো নরডিস্কের মতন ঔষধ নির্মাতাদের নতুন ঔষধ আবিষ্কারে সহায়তা করা।

পাশাপাশি আগামী দুই বছরে ইউরোপের এআই কম্পিউটিং সক্ষমতা ১০ গুণ বৃদ্ধি ও ২০টি বৃহৎ আকারের এআই অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান জেনসেং হুয়াং।

সেজু