এআই নিয়ে বাংলাদেশে মাইক্রোসফট ও নেটকম লার্নিংয়ের প্রথম যৌথ উদ্যোগ

নেটকম লার্নিং ও মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

প্রথমবারের মতো নেটকম লার্নিং বাংলাদেশ এবং মাইক্রোসফট যৌথভাবে বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানের জন্য এআই নিরাপত্তা শীর্ষক একটি ইন্টারেক্টিভ সেশনের আয়োজন করেছে।

এ অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ ব্যবস্থাপনা পরিচালকরা আর্থিক খাতে এআই এবং শক্তিশালী ডাটা সুরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন।

নেটকম লার্নিংয়ের সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজারের মাধ্যমে পরিচালিত এ আয়োজনে কথা বলেন মাইক্রোসফট বাংলাদেশ-নেপাল-ভুটানের কান্ট্রি ম্যানেজার, ক্লাউড ডেটা এআই অ্যান্ড সিকিউরিটি লিড এবং ইস্টার্ন ব্যাংক পিএলসির অডিট কমিটির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর অ্যান্ড চেয়ারম্যান।

তারা আজকের বিশ্বে এআইয়ের বিবর্তন এবং এর ক্রমবর্ধমান গুরুত্বের ওপর জোর দেন। তাদের উপস্থাপনায় প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রমে এআইকে একীভূত করার জন্য কিভাবে কার্যকর ডেটা সিকিউরিটি সিস্টেম ব্যবহার করতে পারেন তাও তুলে ধরা হয়।

এএইচ