বয়স বাড়লে মানুষ অভিজ্ঞতা ও জ্ঞানের আলোকে সেভিংস থেকে সম্ভাবনাময় ক্ষেত্রে ইনভেস্ট করতে পারে। কিন্তু যারা এখনো কিশোর কিংবা তরুণ তারা সেভিংস করে উঠতে পারলেও ইনভেস্টটা সঠিক জায়গাতে করে উঠতে পারেনা। এর সমাধান নিয়েই টেক্সপায়ারের উদ্যোগে আয়োজিত হয়ে গেল বুটক্যাম্প অন ফিনানশিয়াল লিটারেসি অ্যান্ড ইন্টারপ্রেনারশিপ।
এই বুটক্যাম্পটি আয়োজিত হয়েছিল শিক্ষার্থী, ভবিষ্যৎ উদ্যোক্তা এবং পরিবর্তনের অগ্রদূতদের প্রয়োজনীয় আর্থিক ও উদ্যোক্তা দক্ষতায় দক্ষ করে তুলতে। এর উদ্দেশ্য ছিল আর্থিক শিক্ষা প্রসার করা যাতে অংশগ্রহণকারীরা কিভাবে অর্থ সঠিকভাবে পরিচালনা করতে হয়, সাধারণ আর্থিক ভুল এড়াতে হয় এবং একটি ব্যবসা কিভাবে শুরু করে টিকিয়ে রাখার মানসিকতা গড়ে তুলতে হয় তা শেখার সুযোগ করে দিতে।
এই বুটক্যাম্পে অংশ নেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সদ্য স্নাতক, আগ্রহী উদ্যোক্তা, ফ্রিল্যান্সার যারা নিজের আর্থিক ভবিষ্যৎ নিজেই গড়তে চায়। ট্রেইনার হিসেবে ছিলেন দেশের নামকরা কন্টেন্ট ক্রিয়েটর ও উদ্যোক্তারা। যারা নিজেদের অভিজ্ঞতার আলোকে গাইড করার চেষ্টা করেছেন তরুণদের।
টু সেন্টস পডকাস্টের কো-হোস্ট সাজ্জাদ আহসান বলেন, ‘ব্র্যান্ড মানে বিশ্বাস। এমন একটা নাম, যেটা শুনলেই মানুষ প্রোডাক্ট না দেখেই ভরসা করে।’