রকেটের উড্ডয়ন পরীক্ষায় ব্যর্থ হয়েছে ল্যান্ডস্পেস

ল্যান্ডস্পেস রকেট
প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

চীনা বাণিজ্যিক রকেট ডেভেলপার স্টার্টআপ ল্যান্ডস্পেস টেকনোলজির ঝুক-টুই ওয়াই থ্রি ক্যারিয়ার শুক্রবার (১৫ আগস্ট) রকেটের উড্ডয়ন পরীক্ষা ব্যর্থ হয়েছে। উত্তর-পশ্চিম চীনের একটি বাণিজ্যিক মহাকাশ উৎক্ষেপণ স্থান থেকে উড্ডয়নের পর ক্যারিয়ার রকেটে ‘অসংগতি’ দেখা যাওয়ায় তাদের মিথেন-চালিত এ রকেটের উড্ডয়ন পরীক্ষাটি ব্যর্থ হয়।

সাম্প্রতিক বছরগুলোয় স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য মিথেন দ্বারা জ্বালানীযুক্ত রকেট ব্যবহারের প্রতি আগ্রহ বেড়েছে। কারণ জ্বালানিটি সাধারণভাবে ব্যবহৃত হাইড্রোকার্বন জ্বালানির তুলনায় কম দূষণকারী, নিরাপদ এবং সস্তা বলে মনে করা হয়। পাশাপাশি এটি পুনর্ব্যবহারযোগ্য রকেটে শক্তি যোগাতে পারে।

বেইজিং-ভিত্তিক এ স্টার্টআপ ২০২৩ সালের জুলাই মাসে ঝুক-টু সফলভাবে উৎক্ষেপণের মাধ্যমে মিথেন-তরল অক্সিজেন রকেট উৎক্ষেপণকারী বিশ্বের প্রথম কোম্পানি হয়ে ওঠে। যা ইলন মাস্কের স্পেসএক্স এবং জেফ বেজোসের ব্লু অরিজিনসহ মার্কিন প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে দেয়।

ল্যান্ডস্পেস তার ঝুক-২ সিরিজের বিভিন্ন সংস্করণ পরীক্ষা করেছে। যার মধ্যে ঝুক-২ই, ওয়াই২ রয়েছে। যার ফ্লাইট পরীক্ষা মে মাসে সফল হয়েছিল।

সেজু