টিকটকের প্রতি অসন্তোষ প্রকাশ মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রীর

ফাহমি ফাদজিল, টিকটকের লোগো
বিদেশে এখন , প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
3

প্রতারণা, সাইবার বুলিংসহ নানা ইস্যুতে সরকারের উদ্বেগ প্রকাশের পরও সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলে জানিয়েছেন মালয়েশিয়ার যোগাযোগ ও ডিজিটাল মন্ত্রী ফাহমি ফাদজিল।

গতকাল (বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর) বুকিত আমানে টিকটক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা আগেও বেশ কিছু উদ্বেগ জানিয়েছি। কিন্তু টিকটক সেগুলোকে গুরুত্ব সহকারে সমাধান করেনি। আমি তাদের আচরণে হতাশ।’

মন্ত্রী জানান, রাজেশ্বরী আপ্পাহু ওরফে ঈশার বিরুদ্ধে সাইবার বুলিংয়ের ঘটনায় টিকটক প্রতিশ্রুতি দিয়েছিল যে, কনটেন্ট মডারেটর বাড়ানো হবে। কিন্তু বৈঠকে তারা এখনও জানাতে পারেনি কতজন নতুন মডারেটর যোগ করা হয়েছে, বিশেষ করে তামিল ভাষার কনটেন্ট পর্যবেক্ষণে।

তিনি সতর্ক করে বলেন, ‘যদি বিষয়গুলো সমাধান না হয়, আইনি ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে মালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন পদক্ষেপ নির্ধারণ করবে।’

আরও পড়ুন:

ফাহমি আরও জানান, প্ল্যাটফর্মের নিয়ম অনুযায়ী ১৩ বছরের নিচে কারও অ্যাকাউন্ট খোলার সুযোগ নেই। কিন্তু বাস্তবে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদেরও অ্যাকাউন্ট পাওয়া যাচ্ছে। এজন্য সিঙ্গাপুরের মতো কার্যকর বয়স যাচাই ব্যবস্থা চালুর প্রয়োজন রয়েছে।

তবে প্ল্যাটফর্ম নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, ‘সরকার মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করতে চায় না। মানুষ এ প্রযুক্তি ব্যবহার করে সুবিধা পাচ্ছে। তবে শিশু নির্যাতন বা অনলাইন অপরাধ আমাদের জন্য বড় উদ্বেগ।’

মন্ত্রী জানান, ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা এবং এক্সের সঙ্গেও একই ধরনের বৈঠক করা হবে। আগামী অক্টোবর থেকে অনলাইন সেফটি অ্যাক্ট ২০২৪ কার্যকর হবে, যা ভুয়া কনটেন্ট ও ডিপফেকের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সহায়তা করবে।

পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত টিকটক ৭৬ হাজারের বেশি ভুয়া সংবাদ বিষয়ক কনটেন্ট সরিয়ে দিয়েছে, যা মোট কনটেন্টের প্রায় ৮৬ শতাংশ।

এসএস