টিকটক স্টাইলের অ্যাপটি ‘রবলক্স মোমেন্টস’ নামে প্রকাশ্যে এসেছে। বর্তমানে এর বেটা ভার্সন চালু রয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা কমন প্লাটফর্মগুলোতে তাদের গেমপ্লের ভিডিও এডিট করে শেয়ার করতে পারবে।
প্রযুক্তিবিদদের মতে, ওয়েবসাইটের পাশাপাশি এখন অ্যাপেও রবলক্সের কনটেন্টের লাখ লাখ ভিউ চলে আসবে। এছাড়াও ব্যবহারকারীদের অংশগ্রহণ বাড়াবে। জুনের ৩০ তারিখে শেষ হওয়ার প্রান্তিকের তথ্যানুযায়ী, রবলক্সের দৈনিক সক্রিয় ব্যবহারকারী ছিল ১১১ দশমিক ৮ মিলিয়ন।
আরও পড়ুন:
গত কয়েক বছর ধরে নিজেদের গেমিং প্লাটফর্মকে ই-কমার্সের অন্যতম হাবে পরিণত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মূলত প্রতিযোগিতামূলক বাজারে সামাজিকীকরণ ও বিজ্ঞাপন দেয়ার মাধ্যম আয় বাড়ানোর জন্যই এ উদ্যোগ।
চলতি বছরের শুরুতে কোম্পানিটি নতুন অ্যাড বা বিজ্ঞাপনের ফরম্যাট ও গুগলের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে জানিয়েছিল।