আত্মপ্রকাশের মুহূর্তেই মুখ থুবড়ে পড়ল রাশিয়ার ‘এআই ডল’

রাশিয়ার ‘এআই ডল’
প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

নভেম্বরের ১০ তারিখ মস্কোয় অনুষ্ঠিত এক প্রযুক্তি প্রদর্শনীতে রাশিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত প্রথম হিউম্যানয়েড রোবট ‘এআই ডল’- নাটকীয়ভাবে মুখ থুবড়ে পড়ল।

মঞ্চে তার প্রথম পদক্ষেপ নেওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই রোবটটি ভারসাম্য হারিয়ে দর্শকদের সামনেই পড়ে যায়। মস্কোর ইয়ারোভিট হল কংগ্রেস সেন্টারে অনুষ্ঠিত এ ইভেন্টে, দর্শকদের উদ্দেশে হাত নাড়ানোর জন্য ডান হাত তোলার চেষ্টা করতেই এটি হঠাৎ করে টলতে শুরু করে।

ঘটনাটি দ্রুত ভাইরাল ভিডিওতে পরিণত হয়, যা মস্কোর জন্য এক বিব্রতকর মুহূর্ত সৃষ্টি করে। দ্রুত কর্মীরা ছুটে এসে রোবটটিকে টেনে হিঁচড়ে মঞ্চ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং একটি কালো কাপড় দিয়ে পরিস্থিতি আড়াল করার চেষ্টা করেন। রুশ রোবটিক্স সংস্থা ‘আইডল’ ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার এই হিউম্যানয়েড রোবটটি তৈরি করেছে।

এএইচ