বিশ্বে প্রথমবারের মত কাঠের নকশায় মাদারবোর্ড নিয়ে এসেছে গিগাবাইট

কাঠের নকশায় গিগাবাইটের মাদারবোর্ড
প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

বিশ্বের প্রথম কাঠের নকশার মাদারবোর্ড নিয়ে এসেছে তাইওয়ানিজ পিসি হার্ডওয়্যার ব্র্যান্ড গিগাবাইট। ‘এক্স ৮৭০ ই অ্যারো এক্স থ্রিডি উড’ নামের এ মাদারবোর্ডটিকে ডিজাইন ও পাওয়ারের এক ব্যতিক্রমী কম্বিনেশন হিসেবে দেখা হচ্ছে।

ব্র্যান্ডটি জানিয়েছে, প্রযুক্তিকে ঘরের পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতেই এমন নকশার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। মাদারবোর্ডটিতে রয়েছে অ্যাডভান্সড থার্মাল কন্ট্রোল সিস্টেম, অ্যাডভান্সড ভিআরএম থার্মাল প্রোটেকশন টেকনোলজি, হিট কন্ডাকশন পাইপ, এম ডট টু থার্মাল প্রোটেকশন সিস্টেম।

পাশাপাশি এতে ব্যবহৃত স্পেশাল পিসিবি থার্মাল প্লেটের মাধ্যমে তাপ নিয়ন্ত্রণ সক্ষমতা প্রায় ১৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ফলস্বরূপ লম্বা সময় ধরে ভারী কাজ করলেও স্থিতিশীল পারফরম্যান্স পাওয়া যাবে। মাদারবোর্ডটি তৈরি করা হয়েছে এএমডি সকেট এএম ফাইভ প্লাটফর্মের ওপর।

ব্যবহারকারীরা এতে রাইজেন সেভেন, এইট ও নাইন সিরিজের প্রসেসর ব্যবহার করতে পারবেন। এআই বেইজড এক্স থ্রিডি টার্বো মোড টু পয়েন্ট জিরো ব্যবহার করার সুযোগ থাকায় প্রসেসরটির পারফরম্যান্স আরও বাড়াতে পারবেন ব্যবহারকারীরা।

মাদারবোর্ডটিতে থাকা ডিডিআর ফাইভ মেমোরি স্লট প্রতি সেকেন্ডে নয় হাজার মেগা ট্রান্সফার পর্যন্ত স্পিড সাপোর্ট করবে। দুটি পিসিআই এক্সপ্রেস ৫.০ স্লট ব্যবহার করে একসঙ্গে দুটি গ্রাফিক্স কার্ড ব্যবহার করা সম্ভব এ মাদারবোর্ডে।

আরও রয়েছে চারটি এম ডট টু স্টোরেজ স্লট যেগুলো পিসিআই এক্সপ্রেস ৫.০ ও ৪.০ প্রযুক্তি সাপোর্ট করবে। নেটওয়ার্ক ও কানেক্টিভিটির জন্য রয়েছে ডুয়াল ফাইভ জিবি এলএএন পোর্ট ও উচ্চ ক্ষমতার অ্যান্টেনাসহ ওয়াই-ফাই সেভেন সুবিধা। এসবের সাথে ডুয়াল ইউএসবি ফোর টাইপ সি পোর্ট, ডিসপ্লে আউটপুটসহ এইচডিএমআই কানেক্টিং ফিচারও রয়েছে এই মাদারবোর্ডে।

ব্যবহারকারীদের আরো সুবিধার দিতে এতে যুক্ত করা হয়েছে প্রি-ইনস্টলড ওয়াই-ফাই ড্রাইভারসহ ড্রাইভার বায়োস, এম ডট টু ইজেড ফ্লেক্স, ওয়াই-ফাই ইজেড প্লাগ ও স্ক্রু ছাড়াই স্টোরেজ সেট করার এম ডট টু ইজেড ল্যাচ টেকনোলজি।

বিশ্বজুড়ে কম্পিউটার ক্রমশ ঘরের সৌন্দর্যের অংশ হিসেবেও বিবেচিত হচ্ছে। যার ফলে জনপ্রিয়তা বেড়েছে কাঠের নকশার কম্পিউটার। এরই ধারাবাহিকতায় এই মাদারবোর্ড গেমার ও কনটেন্ট নির্মাতাদের জন্য একটি প্রিমিয়াম বিকল্প হিসেবে বাজারে জায়গা করে নেবে বলে ব্র্যান্ডটি আশা করছে।

গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান জানিয়েছেন, বৈশ্বিক বাজারে সদ্য উন্মোচিত হওয়া নতুন এই মাদারবোর্ড খুব শিগগিরই দেশের বাজারে গিগাবাইটের একমাত্র পরিবেশক স্মার্ট টেকনোলজিস লিমিটেডের মাধ্যমে বাংলাদেশে পাওয়া যাবে।

এএইচ