দেশের বাজারে এমজির নতুন দুই হাইব্রিড এসইউভি উন্মোচন

এমজির নতুন দুই হাইব্রিড এসইউভি
আন্তর্জাতিক বাণিজ্য
0

অবশেষে দেশের বাজারে এলো এমজির নতুন দুই হাইব্রিড এসইউভি। গত বছরের নভেম্বরে দেশের বাজারে এমজি এইচএস হাইব্রিড প্লাস এবং এমজি এইচএস সুপার হাইব্রিড (প্লাগ-ইন হাইব্রিড) মডেল আনার বিষয়ে ঘোষণা দেয়া হয়েছিল।

এর প্রেক্ষিতে গত (শনিবার, ১৭ জানুয়ারি) জমকালো আয়োজনের মধ্য দিয়ে মডেল দুটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমজি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন মাশনুর চৌধুরী ও এমজি বাংলাদেশের নির্বাহী পরিচালক মুহাম্মদ মোস্তাফিজুর রশিদ ভূঁইয়াসহ ব্র্যান্ডটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নতুন মডেল দুটির প্রথমটি এমজি এইচএস হাইব্রিড প্লাস মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ৪৯ লাখ। গাড়িটিতে রয়েছে একটি স্মার্ট হাইব্রিড পাওয়ার সিস্টেম, যা সর্বোচ্চ ২২১ দশমিক ৩ বিএইচপি শক্তি উৎপাদন সক্ষম।

ড্রাইভ করার সময় পরিস্থিতি অনুযায়ী গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ ও পেট্রোল মোডের মধ্যে পরিবর্তন করে। ব্র্যান্ডটির দাবি লিটার প্রতি প্রায় ২৩.৮ কিলোমিটার পথ অতিক্রম করবে এ মডেলটি। ফলে শহরের ভেতর এবং দীর্ঘ ভ্রমণ—দুই ক্ষেত্রেই এটি কার্যকর।

দ্বিতীয় মডেল এমজি এইচএস সুপার হাইব্রিড বা প্লাগ-ইন হাইব্রিড মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ৫৯ লাখ টাকা। এটি প্রথম মডেলের তুলনায় আরও উন্নত বৈদ্যুতিক সুবিধা নিয়ে এসেছে।

গাড়িটিতে রয়েছে ২৪ দশমিক ৭ কিলোওয়াট-আওয়ার ক্ষমতার ব্যাটারি। সম্পূর্ণ এক চার্জে শুধু বিদ্যুৎ ব্যবহার করে ১২০ কিলোমিটারেরও বেশি পথ চলতে পারে গাড়িটি। পাশাপাশি ফুল চার্জ ব্যাটারি ও ফুল ট্যাঙ্ক ফুয়েলের সম্মিলিত ব্যবহারে গাড়িটির মোট চলার সক্ষমতা ১ হাজার কিলোমিটারেরও বেশি। এ মডেলের একটি ৭ দশমিক ৪ কিলোওয়াট হোম চার্জিং স্টেশন ফ্রি দিচ্ছে এমজি বাংলাদেশ।

ডিজাইন ও ফিচারের দিক থেকেও নতুন এ সিরিজকে করা হয়েছে আরও আধুনিক। গাড়ির ভেতরে রয়েছে ১২ দশমিক ৩ ইঞ্চির ইনফোটেইনমেন্ট টাচস্ক্রিন ও সমান সাইজের ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। ২ হাজার ৭২০ মিলিমিটার হুইলবেজের কারণে গাড়ির ভেতরে ব্যবহারকারীরা পাবেন পর্যাপ্ত জায়গা। যার ফলে নিশ্চিত হবে আরামদায়ক যাত্রা।

১৭৬ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকায় দেশের প্রায় সব ধরনের সড়কেই এ গাড়ি দুটি চালানো সহজ হবে। গাড়িতে আছে ১৯ ইঞ্চির অ্যালয় হুইল ও এলইডি লাইটিং, যা মূলত এমজি’র বর্তমান গ্লোবাল এসইউভি ডিজাইনের ছাপ।

গাড়িগুলোতে প্রায় ৫০৭ লিটার লাগেজ স্পেস আছে, যাকে সিট ভাঁজ করে ১ হাজার ৪৮৪ লিটারে উন্নীত করা সম্ভব। এছাড়াও স্ট্যান্ডার্ড সিকিউরিটি ফিচারের মধ্যে রয়েছে সাতটি এয়ারব্যাগ, এমজি পাইলট এডিএএস লেভেল–২, পিএম ২.৫ এয়ার ফিল্ট্রেশন সিস্টেম ও অ্যাডভান্সড মাল্টি-স্পিকার সাউন্ড সিস্টেম।

মূলত জ্বালানি দক্ষতা, কম কার্বন নিঃসরণ ও দেশে দৈনন্দিন ব্যবহার উপযোগী আধুনিক সুবিধার সমন্বয়ে তৈরি করা হয়েছে এই মডেলগুলো। দেশে জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব গাড়ির ব্যবহার বাড়ানোর পথে এটি এমজি’র একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এএইচ