কাশ্মীরে বাংলাদেশি তিন পর্যটকের মৃত্যু

হাউসবোটে আগুন
বিদেশে এখন
0

ভারতের কাশ্মীরের শ্রীনগরে ডাল লেকে হাউসবোটে আগুন লেগে বাংলাদেশি তিন পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এই দুঘর্টনা ঘটে। পুড়ে ছাই হয়ে যায় অন্তত ৫টি হাউসবোট।

আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল থেকে তিনটি মৃতদেহ পাওয়া যায়। একপর্যায়ে স্থানীয় পুলিশ নিশ্চিত করে, ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ যাওয়া তিনজনই বাংলাদেশি পর্যটক। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

ডাল লেকে নেমে এসেছে শোকের ছায়া। এমনকি পর্যটকদের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এ অবস্থায় ডাল লেকের পর্যটন ব্যবসা মন্দার ঝুঁকিতে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। এই সময়ে জম্মু-কাশ্মীরের এই লেকে ভ্রমণ পিপাসুদের ভিড়সবচেয়ে বেশি থাকে।

পুলিশ বলছে, ডাল লেকের ৯ নম্বর ঘাটে একটি হাউসবোটে আগুন লাগে। সেই আগুন অন্যান্য হাউসবোটগুলোতে ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি রুপি ছাড়িয়েছে যাওয়ার শঙ্কা করা হচ্ছে। আগুন লাগার কারণ অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত।

সেজু