আবারো জেগে উঠেছে ফিলিপাইনের কানলাওন আগ্নেয়গিরি

বিদেশে এখন
0

আবারো জেগে উঠেছে ফিলিপাইনের কানলাওন আগ্নেয়গিরি। থেমে থেমে চলছে বিস্ফোরক অগ্ন্যৎপাত। আজ (মঙ্গলবার, ৮ এপ্রিল) স্থানীয় সময় ভোর পৌনে ৬টার দিকে শুরু হয় উদগীরণ। ঘন ছাইযুক্ত কালো-ধূসর ধোঁয়া ছড়িয়ে পড়ায়, আশপাশের চার কিলোমিটার পর্যন্ত এলাকাকে বিপজ্জনক ঘোষণা করেছে প্রশাসন।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির থার্মাল ক্যামেরায় ধরা পড়েছে, উত্তপ্ত গ্যাস ও অন্যান্য আগ্নেয় উপাদান মিশ্রিত লাভা নেমে আসার দৃশ্য। দক্ষিণ দিকে লাভার স্রোত বইতে থাকায় আগ্নেয় পর্বতটির দক্ষিণ-পশ্চিমে তৃতীয় পর্যায়ের সতর্কতা জারি করা হয়েছে।

বাসিন্দাদের সরে যেতে বলা না হলেও বিপজ্জনক পরিস্থিতির জন্য প্রস্তুতি রাখতে বলা হয়েছে।

সেজু