আবারো জেগে উঠেছে ফিলিপাইনের কানলাওন আগ্নেয়গিরি
আবারো জেগে উঠেছে ফিলিপাইনের কানলাওন আগ্নেয়গিরি। থেমে থেমে চলছে বিস্ফোরক অগ্ন্যৎপাত। আজ (মঙ্গলবার, ৮ এপ্রিল) স্থানীয় সময় ভোর পৌনে ৬টার দিকে শুরু হয় উদগীরণ। ঘন ছাইযুক্ত কালো-ধূসর ধোঁয়া ছড়িয়ে পড়ায়, আশপাশের চার কিলোমিটার পর্যন্ত এলাকাকে বিপজ্জনক ঘোষণা করেছে প্রশাসন।