বসন্তে ইতালির রঙিন সাজ, প্রকৃতি-সংস্কৃতিতে মেলবন্ধন

ফিচার
বিদেশে এখন
0

যখন প্রকৃতি থেকে শীতের ধূসর রং কেটে যায়, ইতালি সাজে রঙিন বসন্তের রাজকীয় আবহে। ফুল, উৎসব আর প্রাণচাঞ্চল্যে ভরা এই ঋতুকে ইতালিয়রা ডাকেন লা প্রিমাভেরা বা ঋতুর রাজা। যেখানে প্রকৃতি আর সংস্কৃতি মিলে তৈরি করে এক অনবদ্য সিম্ফনি।

শীতের কনকনে ঠান্ডা পেছনে ফেলে ইতালিতে এসেছে রঙিন বসন্ত। প্রকৃতি যেন নতুন রূপে সেজেছে। ফুলে ফুলে ভরা উদ্যান, মনোমুগ্ধকর আবহাওয়া আর উৎসবের আমেজে ভরপুর এই দেশ।

উত্তরের আল্পস থেকে দক্ষিণের সিসিলি পর্যন্ত গোটা ইতালি যেন নতুন রঙের উদ্যান। রোমের ভিল্লা বোর্গেসে কিংবা ভিল্লা গদেয়ানিসহ প্রতিটি কোণায় বসন্তের রাজকীয় উপস্থিতি।

ইউরোপের দেশ ইতালিতে সাধারণত মার্চের মাঝামাঝিতে বসন্তের আগমন ঘটে। এরপর থেকে জুনের শেষ পর্যন্ত ইতালির প্রকৃতি যেন হয়ে উঠে রং তুলির রঙিন ক্যানভাস।

ইতালিতে বসন্ত এলেই প্রতিটি শহরের পার্ক ও বাগানগুলো স্থানীয় ও বিদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় হয়ে ওঠে।

প্রকৃতির এই রূপমাধুর্য ধরে রাখতে ইতালিয়রা যেমন উৎসাহী, তেমনি পর্যটকরাও এই সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন প্রতিনিয়ত।

এসএইচ