সোমবার (২১ এপ্রিল) পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে বিশ্ববাসীকে জানান কার্ডিনাল ফ্যারেল। ফ্রান্সিসের মৃত্যুর পর থেকে রোমান ক্যাথলিক চার্চের পরবর্তী অর্থাৎ ২৬৭তম প্রধান ধর্মযাজক নির্বাচনের আগ পর্যন্ত ভারপ্রাপ্ত পোপ থাকবেন ফ্যারেল।
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে কয়েকশ' বছরের পুরোনো রীতিতে শোক পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ফ্যারেল।
আরো পড়ুন:
ডাবলিনে জন্ম নেয়া ৭৭ বছর বয়সী ফ্যারেল, বিশ্বের ১৪০ কোটি ক্যাথলিকের পবিত্রভূমি ভ্যাটিকানে নিয়োগ পান ২০১৬ সালে। এর আগে ৩০ বছর কাজ করেছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন গির্জায়।