পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বিশ্বজুড়ে শোক, প্রার্থনায় হাজারো মানুষ

পোপ ফ্রান্সিস
বিদেশে এখন
0

পোপ ফ্রান্সিসের আত্মার শান্তি কামনায় প্রার্থনা হয়েছে আর্জেন্টিনার বুয়েনস আয়ার্স ও প্যারিসের নটর-ডেম ক্যাথেড্রালে। স্মরণ সভায় যোগ দেন শত শত মানুষ। পোপের জন্য প্রার্থনা করেছেন এশিয়ার বিভিন্ন দেশের খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। পোপ ফ্রান্সিসের মৃত্যুর সংবাদ ফলাও করে প্রচার করেছে ইউরোপের সংবাদপত্রগুলো।

মৃত্যুতেই সবকিছুর শেষ হয় না, মৃত্যু হল এক নতুনের সূচনা। ভ্যাটিকান প্রকাশনা সংস্থার একটি গ্রন্থে এমনটাই বলেছিলেন সদ্য প্রয়াত পোপ ফ্রান্সিস। 'আয়েটিং আ নিউ বিগিননিং. রিফ্লেকশন্স অস ওল্ড এইজ' নামের এই গ্রন্থটির ভূমিকা লিখেছিলেন পোপ। বৃহস্পতিবার বাজারে আসবে এই গ্রন্থটি। তার আগেই পোপের চলে যাওয়ায় শোকে নিশ্চুপ অনুসারীরা।

শৈশব ও কৈশোর আর্জেন্টিনায় বেড়ে উঠেছিলেন পোপ ফ্রান্সিস। পোপের মৃত্যুতে দেশটিতে নেমে এসেছে শোকের ছায়া। বুয়েনস আইরেসের গির্জায় গির্জায় পোপের প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হন হাজারও মানুষ। অশ্রুশিক্ত চোখে পোপের শান্তি কামনায় মগ্ন ছেলে-বৃদ্ধ সবাই।

আরো পড়ুন:

প্যারিসের ঐতিহাসিক নটর-ডেম ক্যাথেড্রালে প্রয়াত পোপ ফ্রান্সিসের স্মরণে আয়োজন করা হয় গণ-সমাবেশ। যেখানে অংশ নেন শত শত ক্যাথলিক ধর্মপ্রাণ মানুষ। প্রার্থনার শুরুতে ৮৮ বার বাজানো হয় ক্যাথেড্রালের ঘণ্টা।

পোপের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এশিয়ার বিভিন্ন দেশের খ্রিষ্টান ধর্মাবলম্বীদের মাঝেও। আজ (মঙ্গলবার, ২২ এপ্রিল) রীতি অনুযায়ী মোমবাতি প্রজ্বলনের পাশাপাশি প্রয়াত ধর্মগুরুর প্রতি শ্রদ্ধা জানান ফিলিপিনসের খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। ম্যানিলার বিভিন্ন গির্জায় গির্জায় চলছে বিশেষ প্রার্থনা। ফিলিপিনসের পাশাপাশি পোপের স্মরণ সভায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের গির্জায় জড়ো হন থাই ক্যাথলিক ভক্তরা। পরিবার পরিজন নিয়ে প্রয়াত ধর্মগুরুর প্রতি শ্রদ্ধা জানান ভক্তরা।

ভক্তদের একজন বলেন, ‘আমি কেঁদেছিলাম, অনেক কেঁদেছিলাম। কারণ আমি তাকে শেষবার সেন্ট পিটার্স স্কয়ারে দেখেছিলাম। আমি যথেষ্ট ভাগ্যবান ছিলাম, সেখানে থাকা সবারই তাকে দেখার সৌভাগ্য হয়েছিল। তিনি আমাদের আশীর্বাদ করেছিলেন।’

আরেকজন বলেন, ‘আমরা বিশ্বাস করি পুনরুত্থান আছে। আমরা জানি ফ্রান্সিস আরও ভালো জায়গায় যাচ্ছেন। তিনি বিশ্রাম নিবেন, স্বর্গে প্রভুর সাথে থাকবেন।’

পোপের মৃত্যুতে শোক জানিয়েছেন ইন্দোনেশিয়া, জার্কাতা ও পূর্ব তিমুরের ধর্মীয় ও রাজনৈতিক নেতারা। বিভিন্ন গির্জায় গির্জায় চলছে প্রার্থনা। প্রয়াত পোপের প্রতি শ্রদ্ধা জানাতে পূর্ব তিমুরে এক সপ্তাহের জন্য অর্ধনমিত রাখা হবে পতাকা এবং পোপের সম্মানে হবে প্রার্থনাসভা।

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে বিখ্যাত ভারতীয় শিল্পী সুদর্শন পট্টনায়েক তৈরি করেছেন বালির ভাস্কর্য। পুরীর সমুদ্র সৈকতে আট টন বালু দিয়ে তৈরি করেছেন পোপের আট ফুট লম্বা ভাস্কর্য।

এদিকে ইউরোপের সংবাদপত্রগুলো ফলাও করে ছাপিয়েছে পোপের মৃত্যুর খবর। দৈনিক মেইলের সামনের পাতার শিরোনাম ছিল, তিনি পিতার ঘরে ফিরে এসেছেন। দৈনিক টেলিগ্রাফের বিভিন্ন পাতায় শিরোনাম করেছে একটি শেষ ইস্টার আশীর্বাদ এবং তার কাজ সম্পন্ন হয়েছে। ফরাসি সংবাদপত্রের প্রধান শিরোনাম ছিল দ্য পোপ, দ্য পিপল, ফ্রান্সিস- গুডবাই, ফ্রান্সিস।

সেজু