আজ (শুক্রবার, ২৫ এপ্রিল) শেষবারের মতো পোপের মরদেহে শ্রদ্ধা জানাবেন শোকাহত ভক্ত আর অনুসারীরা। বুধবার থেকে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছেন তাদের প্রিয় পোপকে।
আরো পড়ুন:
পোপকে শেষ শ্রদ্ধা জানাতে এদিন ভ্যাটিকান সিটিতে আসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রিন্স উইলিয়াম, জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস, ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরা।
শেষকৃত্যের জন্য সেন্ট পিটার্স স্কয়ার নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। পোপের ইচ্ছা অনুযায়ী, গতানুগতিক ধারার বাইরে গিয়ে তাকে সমাহিত করা হবে ভ্যাটিকানের বাইরে রোমের সান্তা মারিয়া ম্যাগিওরে গির্জায়।
৯ দিন পর্যন্ত পালন করা হবে শোক, পোপের আত্মার শান্তি কামনা করা হবে।