শুক্রবার (৩ মে) শিরগাওঁ মন্দিরে বার্ষিক লাইরাই দেবি যাত্রার বিশাল ধর্মীয় জনসমাবেশ চলাকালীন হঠাৎ আতঙ্কিত হয়ে মানুষ ছুটোছুটি শুরু করলে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তীব্র ভিড় থেকে মানুষ বের হওয়ার চেষ্টা করলে তুমুল বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
জরুরি সেবা ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে শুরু হয় উদ্ধারকাজ। আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত হাসপাতাল পরিদর্শন ও আহতদের সাথে সাক্ষাৎ করেছেন।
ধারণা করা হচ্ছে, মন্দির এলাকায় ধারণক্ষমতার অতিরিক্ত মানুষের ভিড় এবং ভিড় সামলানোর মতো যথাযথ পদক্ষেপ না নেয়ায় তৈরি হয় এ পরিস্থিতি।