ভারতে মন্দিরে পদদলিত হয়ে প্রাণ গেছে সাতজনের

বিদেশে এখন
0

ভারতে গোয়ার একটি মন্দিরে পদদলিত হয়ে প্রাণ গেছে কমপক্ষে সাতজনের। গুরুতর আহত অর্ধশতাধিক মানুষ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে প্রশাসন।

শুক্রবার (৩ মে) শিরগাওঁ মন্দিরে বার্ষিক লাইরাই দেবি যাত্রার বিশাল ধর্মীয় জনসমাবেশ চলাকালীন হঠাৎ আতঙ্কিত হয়ে মানুষ ছুটোছুটি শুরু করলে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তীব্র ভিড় থেকে মানুষ বের হওয়ার চেষ্টা করলে তুমুল বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

জরুরি সেবা ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে শুরু হয় উদ্ধারকাজ। আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত হাসপাতাল পরিদর্শন ও আহতদের সাথে সাক্ষাৎ করেছেন।

ধারণা করা হচ্ছে, মন্দির এলাকায় ধারণক্ষমতার অতিরিক্ত মানুষের ভিড় এবং ভিড় সামলানোর মতো যথাযথ পদক্ষেপ না নেয়ায় তৈরি হয় এ পরিস্থিতি।

সেজু