নবম মহাকাশ অভিযানেও ব্যর্থ স্পেস এক্স

স্পেস এক্সের রকেট উৎক্ষেপণ
তথ্য-প্রযুক্তি
বিদেশে এখন
0

ব্যর্থতার মুখ দেখলো স্পেস এক্সের নবম মহাকাশ অভিযান। মঙ্গলবার টেক্সাস থেকে উৎক্ষেপণের ৩০ মিনিট বাদেই কন্ট্রোল সেন্টারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয় স্টারশিপের।

নিয়ন্ত্রণ হারিয়ে কিছুক্ষণের মাঝেই ধ্বংস হয় রকেটটি। এক বিবৃতিতে স্পেস এক্স জানিয়েছে, ডাটা রিভিউ করে পরবর্তী ফ্লাইট টেস্টকে আরও নিখুঁত করার চেষ্টা করবে প্রতিষ্ঠানটির কর্মীরা।

নিয়ন্ত্রণ হারানোর আগে রকেটটি ৪০৩ ফুট উচ্চতায় গিয়েছিল। যা আগের ব্যর্থ অভিযানগুলোর উচ্চতাও অতিক্রম করেছে। এর আগে গেলো ৬ মার্চ সবশেষ স্টারশিপ বিস্ফোরণের শিকার হয়।

এএইচ