মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ১৫ শিক্ষার্থী নিহত, আহত ২৭

সড়ক দুর্ঘটনায় উল্টে যাওয়া বাস
বিদেশে এখন
0

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৫ শিক্ষার্থী। এ ঘটনায় আহত অন্তত ২৭ জন। সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

গেরিক জেলি পূর্ব-পশ্চিম মহাসড়কে সংঘর্ষে বাসটি উল্টে যায়। অন্যদিকে খাদে পড়ে যায় গাড়ি। এসময় ঘটনাস্থলেই প্রাণ হারান ১৩ জন। বাকি দুজন হাসপাতালে নেয়ার পথে মারা যান।

এ ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। নিহতদের পরিবারকে ১ হাজার রিঙ্গিত সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

এএইচ