ব্যালিমেনা থেকে আয়ারল্যান্ডের বিভিন্ন শহরে ছড়াচ্ছে দাঙ্গা

দাঙা দমনে আয়ারল্যান্ড পুলিশের অবস্থান
বিদেশে এখন
0

উত্তর আয়ারল্যান্ডের ব্যালিমেনা শহরের দাঙ্গা ছড়িয়ে পড়েছে অন্যান্য শহরে। চতুর্থ দিনের মতো দাঙ্গায় নতুন করে সহিংস হয়ে উঠেছে পোর্টা ডাউন শহর।

বৃহস্পতিবার শহরটিতে পেট্রোল বোমা, ইট-পাটকেল ও আতশবাজির মাধ্যমে পুলিশের ওপর হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দাঙ্গা পুলিশ। এদিকে ব্যালিমেনা শহরের পরিস্থিতি এখনো অশান্ত। অগ্নিসংযোগের পাশাপাশি চলছে লুটতরাজ।

গেলো সপ্তাহে শহরটিতে স্থানীয় এক কিশোরীর ওপর যৌন হয়রানির অভিযোগে আটক করা হয় দুই অভিবাসীকে। এরপর থেকে শুরু হয় অভিবাসী বিরোধী বিক্ষোভ। যা পরবর্তীতে পরিণত হয় দাঙ্গায়।

টার্গেট করে হামলা চালানো হচ্ছে অভিবাসীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। হামলা থেকে বাঁচতে অনেকেই নিজের বাড়ির সামনে ঝুলিয়ে রাখছেন জাতীয়তার প্রমাণ।

এএইচ