মাহদাভি শায়েস্তেকে ‘মোসাদের অধীনে একটি সাইবার টিমের প্রধান’ হিসেবে উল্লেখ করে বলা হয়, তিনি সজ্ঞানে ইহুদি রাষ্ট্রের সন্ত্রাসী-গোয়েন্দা সংস্থার সঙ্গে সহযোগিতা করেছেন। এ ছাড়া, তার সঙ্গে বিদেশভিত্তিক গণমাধ্যম ‘ইরান ইন্টারন্যাশনাল’র ভার্চুয়াল সম্পৃক্ততারও অভিযোগ আনা হয়।
এর আগে, রোববার আরেক ব্যক্তি মজিদ মোসাইবিরও একই ধরনের অভিযোগে ইসফাহানের একটি আদালতে বিচার শেষে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাকে ‘বিদেশি শত্রু রাষ্ট্রের সঙ্গে গুপ্তচরবৃত্তির মাধ্যমে যুদ্ধ ও বিশৃঙ্খলা সৃষ্টি’ করার দায়ে দোষী সাব্যস্ত করা হয়।
সম্প্রতি ইসরাইল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনাগুলো নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।