শনিবার (২৮ জুন) ছিল তাদের বিবাহ পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান। এদিন ভেনিস শহরের আর্সেনালে নৌকায় করে ঘুরেন তারা। কাটান রোমাঞ্চকর মুহূর্ত।
৬১ বছর বয়সী বেজোস ও ৫৫ বছর বয়সী সানচেজ দম্পতির বিয়ে নিয়ে ইতালিতে দেখা দিয়েছে নানা বিতর্ক। অনেকে আবার বলছেন শতাব্দীর ব্যয়বহুল বিয়ে এটি।
প্রায় ৪৬ দশমিক ৫ থেকে ৫৫ দশমিক ৬ মিলিয়ন ডলার ব্যয় ধরা হয়েছে কেবল বিয়ের মূল আয়োজনে।
যেখানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী, রাজনীতিবিদ, হলিউড তারকাসহ প্রায় আড়াইশ' ভিআইপি।
তবে ধনকুবের জেফ বেজোসের বিয়ের জমকালো আয়োজন কিছুটা ফিকে হয়েছে আয়োজন ঘিরে স্থানীয়দের অসন্তোষে।
শহরটিতে ইতোমধ্যেই 'নো স্পেস ফর বেজোস' প্ল্যাকার্ডে ছেয়ে গেছে। জমকালো এই বিয়েকে কেন্দ্র করে অতিরিক্ত পর্যটনের চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিক্ষোভকারীরা।