আবহাওয়ার বিপর্যয় নেমে এসেছে ভারতের ১০ রাজ্যে

ভারতের কয়েকটি রাজ্যে প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস
বিদেশে এখন
0

বর্ষা মৌসুমের শুরুতেই তীব্র বৃষ্টি, বন্যা, ভূমিধসে বিপর্যয় নেমে এসেছে ভারতের ১০ রাজ্যে। খুলে দেয়া হয়েছে অনেক বাঁধ। সর্বোচ্চ দুই আবহাওয়া সতর্কতা রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড আর পাঞ্জাবে।

হিমাচলে চলমান অতিবৃষ্টি, বন্যা, ভূমিধসে এরই মধ্যে ৩০০ কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে। তীব্র বৃষ্টির কবলে দিল্লি, জারি রয়েছে ইয়েলো অ্যালার্ট।

ওড়িষার দুই জেলাতেও উচ্চ সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। ভারী বৃষ্টির আভাস রয়েছে পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা, চন্ডিগড়, ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ আর উত্তর প্রদেশেও।

চেনাব নদীতে পানি বাড়তে থাকায় জম্মু-কাশ্মীরে সালাল আর বাগলিহার, অন্যদিকে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর মুল্লাপেরিয়ার বাঁধও খুলে দেয়া হয়েছে।

সেজু