৪৮টি দমকল যান, ৬ হেলিকপ্টার নিয়ে দাবানল নেভানোর কাজ করছেন ১৩০ উদ্ধারকর্মী। শুষ্ক আবহাওয়ার পাশাপাশি তীব্র বাতাস থাকায় বাড়ছে শঙ্কা।
স্থানীয় দমকল বিভাগ বলছে, এরইমধ্যে যেসব অঞ্চলের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে সেখানে আবারও বাড়তে পারে দাবানলের তীব্রতা।
এদিকে, টানা ৭ দিন পর তুরস্কে সক্রিয় ৯টি দাবানলের মধ্যে ৬টির নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছে রয়টার্স। এক সপ্তাহের এই বিপর্যয়ে ঘর ছাড়া হয়েছেন অন্তত কয়েক হাজার বাসিন্দা। যদিও, শুক্রবারের (৪ জুলাই) পর বাড়েনি হতাহতের সংখ্যা।