ব্রাজিলের রিও ডি জেনিরোতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন

ব্রিকস সম্মেলন
বিদেশে এখন
0

ব্রাজিলের রিও ডি জেনিরোতে আজ শুরু হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন। এরইমধ্যে এতে অংশ নিতে শহরটিতে জড়ো হতে শুরু করেছেন বিশ্ব নেতারা। যদিও, এ বছর ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিন পিং।

দু'দিনের এ সম্মেলনে আলোচনায় গুরুত্ব পাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি। এ সম্মেলনে উন্নয়নশীল দেশের নেতারা একত্রিত হয়ে পশ্চিমা আধিপত্যের বিপরীতে নিজেদের আরও ঐক্যবদ্ধ করার প্রত্যাশা জানান।

বর্তমানে পাঁচ দেশের এ অর্থনৈতিক জোট ব্রিকস গঠনের প্রস্তাব এসেছিল রাশিয়ার পক্ষ থেকে। ২০০৬ সালে রাশিয়া, চীন, ভারত ও ব্রাজিল এই চার দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস জোট। তখন এর নাম ছিল ব্রিক।

২০১০ সালে দক্ষিণ আফ্রিকা যোগ দিলে এর নতুন নাম হয় ব্রিকস। জোটের সদরদপ্তর চীনের সাংহাইতে।

এএইচ