পেরুকে ১৯টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ফিরিয়ে দিল চিলি

প্রত্নতাত্ত্বিক নিদর্শন
বিদেশে এখন
0

লুট হওয়া ১৯টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন পেরুকে ফিরিয়ে দিল চিলি। সান্তিয়াগোর ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে পেরুকে এসব নিদর্শন ফেরত দিয়েছে চিলি।

এসব নিদর্শনের মধ্যে ছিল সিরামিক ও টেক্সটাইল সামগ্রী। যা ৬০০ থেকে ১৪৭৬ খ্রিস্টাব্দের সময়কার। এগুলো পেরু থেকে বিভিন্ন সময়ে লুট করা হয়েছিল। পরে এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন চিলিতে ইবে এবং ইনস্টাগ্রামের মতো অনলাইন প্লাটফর্মে অবৈধভাবে বিক্রি হচ্ছিল।

সেখান থেকে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় এগুলো উদ্ধার করে।

সেজু