এর আগে সামরিক মহড়ার অংশ হিসেবে বিমান বাহিনীর প্রথম ট্যাকটিক্যাল ফাইটার উইং একটি রানওয়ে মেরামতের মহড়া চালায়।।একই সাথে তাইপের মেট্রোর বিভিন্ন সুবিধা ব্যবহার করে এ মহড়ায় সৈন্য ও সামরিক সরঞ্জাম দ্রুত পুনর্বিন্যাসের অনুশীলন করা হয়।
যুক্তরাষ্ট্রের দেয়া হিমার্স রকেটের প্রশিক্ষণও নিয়েছে দেশটির সামরিক বাহিনী। চীনকে সামরিক সক্ষমতা দেখাতেই মূলত মহড়া চালায় তাইওয়ান।