ইরাকে মার্কেটে ভয়াবহ আগুন, ৫০ জনের প্রাণহানি

সুপারমার্কেটে আগুন
বিদেশে এখন
0

ইরাকে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫০ জনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) আল অ্যারাবিয়া প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ইরাকের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ওই অঞ্চলের গভর্নর। বৃহস্পতিবার ফ্রান্সের বার্তাসংস্থা এএফপি এ খবর নিশ্চিত করে। ইরাকের কোথায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সরকারিভাবে সে বিষয়ে পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর তথ্যানুযায়ী আল-কুট শহরের একটি সুপারমার্কেটে এ আগুন লেগেছে। স্থানীয় কর্তৃপক্ষ এখনও তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে। কি কারণে আগুন লেগেছে সে বিষয়েও কিছু জানা যায়নি।

এএইচ