বুধবার ঘানার প্রেসিডেন্ট জন মাহামার চিফ অব স্টাফ জুলিয়াস দেবরাহ এ খবর নিশ্চিত করেন। দেশটির বিমান বাহিনীর তথ্যমতে, হেলিকপ্টারটি রাজধানী আক্রার উত্তর-পশ্চিমে ওবুয়াসির উদ্দেশে রওনা হওয়ার পরপরই রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রেসিডেন্ট জন মাহামা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে তিনি একদিনের জন্য তার সমস্ত সরকারি কার্যক্রম স্থগিত করেছেন ও পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছেন।