পর্তুগালে রেল দুর্ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন

ক্যাবল রেল দুর্ঘটনা
বিদেশে এখন
0

রাজধানী লিসবনে ক্যাবল রেল দুর্ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করছে পর্তুগাল। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তাদের স্মরণে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া অর্ধনমিত রয়েছে পর্তুগালের পতাকাও।

লিসবনের পাহাড়ি ফানিকুলার বা ক্যাবল রেল দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে এবং আহত অন্তত ২১ জন। যাদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও ছিলেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে স্থানীয় পুলিশ।

আরও পড়ুন:

পর্যটকদের কাছে জনপ্রিয় ও লিসবন শহরের অন্যতম প্রতীক গ্লোরিয়া ফানিকুলার রেলওয়ে গাড়ি। এ ক্যাবল রেলে লিসবনে প্রতি বছর প্রায় ৩০ লাখ যাতায়াত করে। একেকটি গাড়ি প্রায় ৪০ জন যাত্রী বহন করতে পারে। এলিভাদোর গ্লোরিয়া নামের রেলপথটি চালু হয় ১৮৮৫ সালে। যা পর্যটক ও স্থানীয়দের কাছে অন্যতম আকর্ষণীয় যাতায়াতের মাধ্যম। এটি লিসবনের রেস্তোরাদোরেস থেকে বাইরো আলতো এলাকায় যাত্রী পরিবহন করে। ৭টি পাহাড়ের ওপর গড়ে ওঠা লিসবন শহরে উপরে-নিচে যাতায়াতের সুবিধার জন্য এ ধরনের ক্যাবল রেলের একাধিক সেবা চালু রয়েছে শত বছর ধরে।

ইএ