ক্যান্সার কোষ অপসারণের অস্ত্রোপচার করেছেন জো বাইডেন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
বিদেশে এখন
0

ক্যান্সারের কোষ অপসারণের জন্য সম্প্রতি অস্ত্রোপচার করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এখন ভালোভাবে সেরে উঠছেন। এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্কিন ক্যান্সারে আক্রান্ত বাইডেন অস্ত্রোপচারের পর অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। মোহস সার্জারি নামে পরিচিত চিকিৎসা পদ্ধতিটি সাধারণত স্কিন ক্যান্সারের সবচেয়ে উপযোগী। সাধারণত ত্বকের সবচেয়ে প্রচলিত ধরনের ক্যানসারের চিকিৎসায় এ পদ্ধতি ব্যবহার করা হয়।

আরও পড়ুন:

এর আগে গেল মে মাসে ৮২ বছর বয়সী বাইডেনের মেটাস্ট্যাটিক প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে। রোগটি হরমোন-সংবেদনশীল বলে বর্ণনা করেছে তার চিকিৎসক দল। প্রেসিডেন্ট থাকাকালীন ২০২৩ সালে নিয়মিত শারীরিক পরীক্ষায় বাইডেনের ত্বকের একটি ক্ষত অপসারণ করা হয়েছিল।

প্রেসিডেন্ট থাকাকালেই বাইডেনের শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে ২০২৪ সালের নির্বাচনে লড়ারও চেষ্টা করেছিলেন তিনি। তবে নির্বাচনকে সামনে রেখে ২০২৪ সালের জুলাইয়ে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বিতর্কে ধরাশায়ী হন বাইডেন। এতে নিজ দল ডেমোক্রেটিক পার্টির মধ্যে তাকে নিয়ে উদ্বেগ তৈরি হয়। এরপর হঠাৎই বাইডেন নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ান।

ইএ