আজ (শুক্রবার, ৫ সেপ্টেম্বর) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানান, অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক অভিযান পরিচালনা করা হয়। প্রায় সাড়ে ৯ হাজার অভিযানের মাধ্যমে সারা দেশে ১ লাখ ৫২ হাজার বিদেশিকে তল্লাশি করে এ আটক করা হয়েছে।
তিনি বলেন, ‘আটককৃতদের মধ্যে কেউ বৈধ কাগজপত্র ছাড়া প্রবেশ করেছে, কেউ সময়সীমা পেরিয়ে থেকেছে, আবার কেউ বৈধ পারমিট বিশেষ করে কাজের অনুমতি পত্র অপব্যবহার করেছে।’
অবৈধ অভিবাসীকে কাজে লাগানো বা আশ্রয় দেওয়ার অভিযোগে ১ হাজার ৩৯৫ নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন:
মন্ত্রী জানান, গত ২৮ আগস্ট পর্যন্ত ৩৬ হাজার ৫৫৭ জন বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে নতুন করে আটককৃতদের প্রত্যাবাসনের আগে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
তিনি বলেন, ‘ডিটেনশন ও বহিষ্কারের নির্দেশ, ভ্রমণ নথি এবং টিকিট প্রস্তুতের পর ১০ দিনের মধ্যে আমরা তাদের নিজ দেশে পাঠিয়ে দেই।’ এদিকে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানকারীদের জরিমানার নতুন নীতির কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘অতিরিক্ত একমাস পর্যন্ত অবস্থান করলে প্রতিদিন ৩০ রিঙ্গিত হারে জরিমানা দিতে হবে। ৩১ থেকে ৬০ দিনের জন্য এককালীন এক হাজার রিঙ্গিত এবং ৬১ থেকে ৯০ দিনের জন্য দুই হাজার রিঙ্গিত জরিমানা ধার্য করা হয়েছে। তিন মাসের বেশি অবস্থানকারীদের আগের মতোই আদালতের মুখোমুখি হতে হবে।’