ইসরাইলের হামলাকে ‘বিশ্বাসঘাতকতা’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

কাতারে ইসরাইলি হামলা
বিদেশে এখন
0

কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ইসরাইলি হামলাকে ‘বিশ্বাসঘাতকতা ও রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যা দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি।

এ বিমান হামলা হামাস ও ইসরাইলের মধ্যে শান্তি আলোচনাকে বিপর্যস্ত করার হুমকি তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি।

হামাসকে লক্ষ্য করে ইসরাইলের বিমান হামলা যৌক্তিক হলেও কাতারের মাটিতে এ হামলা চালানো উচিত হয়নি বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন:

এ হামলা ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একক সিদ্ধান্তে চালানো হয়েছে, যুক্তরাষ্ট্র এ পরিকল্পনার সঙ্গে জড়িত নয় বলেও নিশ্চিত করেছেন ট্রাম্প।

অন্যদিকে, কাতারে হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপীয় ইউনিয়নও।

এফএস