কলম্বিয়ার স্বর্ণের খনি থেকে দুই দিন পর ২৩ শ্রমিক উদ্ধার

উদ্ধারের পর স্বজনদের সঙ্গে শ্রমিকরা
বিদেশে এখন
0

কলম্বিয়ার উত্তরাঞ্চলীয় স্বর্ণের খনিতে দুই দিন আটকে থাকার পর ২৩ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। গেল মঙ্গলবার খনির মূল প্রবেশপথে প্রায় ১৫ মিটার অংশ ধসে পড়ে।

এরপরই খনির ভেতরে আটকা পড়েন শ্রমিকরা। প্রথম দিনই তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে প্রয়োজনীয় খাবার ও পানির ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন:

এছাড়া, পাইপের সাহায্যে খনির ভেতরে বায়ু প্রবাহ স্বাভাবিক রাখা হয়। এ সময় আটকে পড়া শ্রমিকদের পরিবারের সদস্যরা খনির বাইরে স্বজনদের অপেক্ষায় জড়ো হয়।

স্থানীয় জরুরি উদ্ধার কর্মীদের সহায়তায় কানাডিয়ান বহুজাতিক মাইনিং দল উদ্ধার অভিযানে অংশ নেয়। সব শ্রমিকদের নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।

ইএ