২৪ ঘণ্টার ব্যবধানে আবারও জার্মানির মিউনিখ বিমানবন্দর বন্ধ ঘোষণা

মিউনিখ বিমানবন্দর
বিদেশে এখন
0

২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বারের মতো জার্মানির আকাশসীমায় সন্দেহজনক ড্রোন উড়তে দেখা যাওয়ায় আবারও বন্ধ ঘোষণা করা হয়েছে মিউনিখ বিমানবন্দর। গতকাল (শুক্রবার, ৩ অক্টোবর) সাময়িক বন্ধ থাকার পর খুলে দেয়া হয়েছিল বিমানবন্দরটি। কিন্তু পুনরায় সন্দেহজনক ড্রোন উড়তে দেখায় বন্ধ ঘোষণা করা হয় বিমানবন্দরটি।

বিমানবন্দর পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, মিউনিখ বিমানবন্দরের দুটি রানওয়েই বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিমানবন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন:

উল্লেখ্য, স্থানীয় সময় গত (বৃহস্পতিবার, ১ অক্টোবর) জার্মানির আকাশসীমায় সন্দেহজনক ড্রোনের উপস্থিতি দেখা যায়। এতে ফ্লাইট বাতিলের পাশাপাশি বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। পুনরায় ফ্লাইট চালুর কয়েক ঘণ্টা পর আবারও সন্দেহজনক ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা যায় জার্মানির আকাশসীমায়।

ইএ