বিশ্বজুড়ে এক ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ইউটিউব

ইউটিউবের লোগো
বিদেশে এখন
0

বিশ্বজুড়ে এক ঘণ্টা বন্ধ থাকার পর সচল হয়েছে ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং। কারিগরি ত্রুটির কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তের কয়েক হাজার ব্যবহারকারী অভিযোগ জানানোর পর বিষয়টি সমাধান করে ইউটিউব কর্তৃপক্ষ।

এশিয়ার সময় আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) সকাল ৭টার দিকে ইউটিউব, ইউটিউব মিউজিক ও ইউটিউব টিভিতে সমস্যা দেখা দেয়। এর কিছু সময় পরই ইউরোপ ও উত্তর আমেরিকার ব্যবহারকারীরা ভিডিও স্ট্রিমিং, ওয়েবসাইটে প্রবেশ ও অ্যাপ ব্যবহারে সমস্যার কথা জানান। সবচেয়ে বেশি অভিযোগ আসে যুক্তরাষ্ট্র থেকে।

এছাড়া জাপান, ব্রাজিল ও যুক্তরাজ্য থেকে বড় ধরনের ত্রুটির কথা জানানো হয়। তবে কী কারণে এ সমস্যা দেখা দিয়েছে এবং সেটি কতটা বড় পরিসরে ঘটেছিল, তা বিস্তারিত জানায়নি ইউটিউব।

ইএ