সৌদি আরবে বাস-ডিজেল ট্যাংকারের সংঘর্ষ, ৪২ ভারতীয় ওমরাহযাত্রী নিহত

সৌদি আরবে বাস-ডিজেল ট্যাংকারের সংঘর্ষ
বিদেশে এখন
0

সৌদি আরবের মক্কা থেকে মদিনাগামী ওমরাহ যাত্রীবাহী একটি বাস ও ডিজেল ট্যাংকারের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৪২ ভারতীয় মারা গেছে বলে নিশ্চিত করেছে তেলেঙ্গানার রাজ্য সরকার।

আজ (সোমবার, ১৭ নভেম্বর) স্থানীয় সময় রাত দেড়টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১১ জন নারী ও ১০ শিশু ছিল বলে উল্লেখ করেছে গালফ নিউজ। বাসটির অধিকাংশ যাত্রী তেলেঙ্গানার হায়দ্রাবাদের বাসিন্দা বলেও জানা গেছে।

আরও পড়ুন:

যাত্রীদের পরিচয় শনাক্তে রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ শুরু করেছে নয়াদিল্লি। হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি এনডিটিভিকে জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাসটিতে যখন আগুন লাগে তখন সেখানে ৪২ জন ভারতীয় ওমরাহযাত্রী ছিলেন।

এফএস